Friday, January 15, 2021

ঈশ্বরের আশীষ

মিথ্যের ইট পাথরে গড়া প্রাসাদ
সত্যের মৃদু বাতাসেই ভেঙ্গে পড়ত সত্যযুগে।

যুগের পরে যুগ পেরিয়েছে
এসেছে কলিযুগ।
ইটের পরে পড়েছে ইট 
তৈরী হয়েছে এক মহাদুর্গ,
মিথ্যের।

এই কলিযুগে সত্যের সুবাতাস বরং আটকে যায় 
সেই দুর্গের দৃঢ় দেয়ালে।
দেয়ালের এপাশে অন্যায়ই এখন ন্যায়,
চোখে দেখা সত্যও আজ মিথ্যে।
মেকি আর আসলের মাঝে ভেদ করার চেয়ে
তীর দিয়ে দশ ক্রোশ দুরের মৎস্য অক্ষি ভেদ করা সহজ। 

ঈশ্বরের আশীষও হয়ত আটকে গিয়েছে ঐ দুর্গে...