Saturday, July 30, 2022

নিস্তব্ধতা


চারপাশ নিস্তব্ধ

অর্ধচাঁদের আলোয় চারদিকে আলো আঁধারীর খেলা

মৃদুমন্দ বাতাস বয়ে যায় মাঝে মাঝে

জোনাকীরা জ্বলে নেভে

যেনো প্রতিযোগিতা আকাশের তারাদের সাথে

দুরে শোনা যায় শেয়ালের হাঁক

মাঝে মাঝে ধাতব শব্দ করে বেরিয়ে যায় দুয়েকটা মোটর সাইকেল

নিরাপত্তাকর্মীরা বাঁশিতে ফুঁ দিয়ে জানান দেয় উপস্থিতি


রাত যত গভীর হয়

নিস্তব্ধতা বাড়তে থাকে

ঝিঁ ঝিঁ পোকাদের ডাক হয় আরও স্পষ্ট

রাস্তার মোড়ের ল্যাম্পপোস্টের নীচে

আশ্রয় নেয়া সারমেয়দের ঘুম আরও তীব্র হয়

আঁধার যেনো জাপ্টে ধরে পৃথিবীকে

আকাশের তারাগুলো আরো স্পষ্ট হয় যেন চলে এসেছে কাছাকাছি


নিশ্ছিদ্র ঘুমে ডুবে থাকে শহর

শুধু জেগে থাকে একজোড়া নির্ঘুম চোখ

খুঁজে ফেরে সেই প্রাচীন সুর

সভ্যতার আক্রমনে যা হারিয়ে গিয়েছে



১৫ই শ্রাবণ ১৪২৯

বয়রা, খুলনা