Thursday, November 28, 2013

নতুন সুর্য

জানিনা কাল সকালের সুর্য
আমার জন্য কি বার্তা আনবে।
জানিনা সে কি হবে কিছু পাবার বা কিছু হারাবার।
জানি এটাই, কিচ্ছু বদলাবেনা আমার।
যেমন বদলাইনি তোমার সৃষ্ট গজবে।

রাতের আকাশে যখন চাঁদ থাকেনা,
আকাশটাকে কি মনে হয়না বড়ই একা?
দুর্বিষহ আঁধারে পতিত এক নিঃসঙ্গের প্রতিচ্ছবি।
এমনটাই তো চেয়েছিলে তুমি, জানি সবই।
শেষ হয়নি কিছুই আমার পেয়েছি শুরুর দেখা।


Monday, November 25, 2013

তোমার চুলের ক্লিপ ৪

অবশেষে সাধনা পুর্ন হল আজ,
অনেক খুঁজে খুঁজে তোমায় আজ পেয়েছি।
আমার সামনের টেবিলেই কফির কাপে
ঠোঁটের আলতো ছোঁয়া দিচ্ছ তুমি।
মাঝে মাঝে বাঁকা চোখে তাকাচ্ছ আমার দিকে।

তোমার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম।
তোমার চোখে উৎসুক ভাব।
আমি কোন ভনিতা না করে তোমার চুলের ক্লিপটাকে
তোমার সামনে বাড়িয়ে বললাম,
‘চিনতে কি পারছ একে?’

তোমার চুলের ক্লিপ দেখে চিনতে পেরেছ তুমি,
ইশারায় কি যেন বললে যার বিন্দুমাত্র বুঝলাম না।
তোমার বান্ধবী পাশে এসে বসল তোমার।
আমায় জিজ্ঞাসা করল চিনি কিনা তোমাদের।
অল্প কথায় বললাম ফেরত দেবার জন্য খুঁজছি তোমাকে।

জিজ্ঞাসা করলাম তোমায় খুশি হয়েছ কিনা?
ঘাড় নাড়িয়ে হ্যা সুচক জবাব দিলে তুমি।
তোমার কাছ থেকে শুনতে মন চাচ্ছিল খুব।
তাই বললাম, ‘কিছু তো বল আমায়’
কষ্ট ভরা চোখে তুমি দেখলে আমাকে।

তোমার বান্ধবী জানাল তুমি মূক,
পারনা কিছু বলতে মনের ভাব প্রকাশের জন্য।
জানলাম, বুঝলাম। তুমি মূক তাতে কি?
ভাল তো বেসেছি তোমায়, একবার দেখেই।
কি যায় আসে নির্বাকে বা সবাকে।

বললাম তোমায় ভালবেসে ফেলেছি একনজরেই
প্রথম দেখাতেই, খুঁজে চলেছি তোমায়
সাথে নিয়ে তোমার চুলের ক্লিপ।
লাজুক নয়নে তাকালে আমার পানে।
বুঝলাম তুমিও ভালবেসে ফেলেছ আমাকে!!!!



Thursday, November 7, 2013

তোমার চুলের ক্লিপ ৩

ভরে থাকা বাসে কোনরকমে ঝুলে ছিলাম
গেটের হাতল ধরে।
হাতে ধরা ছিল পাঁচ টাকা দামের গোল্ডলীফ সিগারেট।
দিনটা খুব একটা খারাপ ছিলনা।
ঘামছিলাম দরদর করে, কাজ শেষে ফিরছিলাম,
মুখে ছিল সফলতার হাসি, আর ক্লান্তির ছাপ।
তবে বাসে ঝুলে থাকা তো নাগরিক কাজ এই ঢাকায়।

পাশ দিয়ে একটা প্রাইভেট কার চলে গেল
সেকেন্ডের ভগ্নাংশে আবার তোমায় দেখলাম এক নজর।
অপরুপ ওই মুখটা আবার ছুঁয়ে গেল মনের মাঝে।
হাতল ছেড়ে নেমে গেলাম বাস থেকে...
দৌড়ে চললাম তোমার গাড়ির পিছু পিছু।
নাহ, অল্পের জন্য তোমার কাছে পৌছতে পারিনি,
এই শহরের পাকা পথে কি দৌড়ে ছুটন্ত গাড়ি ধরা যায়?

পকেটে তখনো রয়েছে তোমার চুলের ক্লিপ,
এক মুহূর্তের জন্যেও হাতছারা করিনি এটা।
অবিচ্ছেদ্য অংশই হয়ে আছে এটা আমার জীবনের।
আরেকবার পকেট থেকে বের করে দেখলাম ক্লিপটাকে,
তোমার হয়েই তো ক্রিয়া চালাচ্ছে এটা আমার মনে।
ওটাই তো আবার আশা দিল,
সামনে আবারও দেখা হবে, কথা হবে দুজনায়।


Saturday, November 2, 2013

তোমার চুলের ক্লিপ ২

খুঁজে চলেছি তোমায়,
ঢাকার রাজপথে, এ গলি থেকে ও গলি।
সেই চায়ের দোকানে এখন আমার নিয়মিত যাত্রা।
দোকানি এখন আর হয়না বিরক্ত,
বরং আমার খোঁজে দেয় নতুন মাত্রা।

পকেটে এখনও আমার, তোমার সেই চুলের ক্লিপ,
যা তোমার সন্ধ্যার পশ্চিমাকাশে জমা হওয়া মেঘের
মত চুল থেকে খুলে পড়ে লুটিয়েছিল ধুলায়।
তা এখনও দিয়ে যাচ্ছে তোমার আবেশ,
রেখেছে তোমায় বন্দী করে হৃদয়ের কোনায়।

আর কত করব অপেক্ষা?
সামনে এসে দাড়াওনা একবার, একটু হেসে।
দেখি আরেকবার তোমায়, প্রেমে পড়ি ফের।
হাতে হাতটা রাখব ক্লিপটা ফেরত দিয়ে,

করে নেব পূর্ণ অংশ তোমায় আমার জীবনের।