Thursday, November 7, 2013

তোমার চুলের ক্লিপ ৩

ভরে থাকা বাসে কোনরকমে ঝুলে ছিলাম
গেটের হাতল ধরে।
হাতে ধরা ছিল পাঁচ টাকা দামের গোল্ডলীফ সিগারেট।
দিনটা খুব একটা খারাপ ছিলনা।
ঘামছিলাম দরদর করে, কাজ শেষে ফিরছিলাম,
মুখে ছিল সফলতার হাসি, আর ক্লান্তির ছাপ।
তবে বাসে ঝুলে থাকা তো নাগরিক কাজ এই ঢাকায়।

পাশ দিয়ে একটা প্রাইভেট কার চলে গেল
সেকেন্ডের ভগ্নাংশে আবার তোমায় দেখলাম এক নজর।
অপরুপ ওই মুখটা আবার ছুঁয়ে গেল মনের মাঝে।
হাতল ছেড়ে নেমে গেলাম বাস থেকে...
দৌড়ে চললাম তোমার গাড়ির পিছু পিছু।
নাহ, অল্পের জন্য তোমার কাছে পৌছতে পারিনি,
এই শহরের পাকা পথে কি দৌড়ে ছুটন্ত গাড়ি ধরা যায়?

পকেটে তখনো রয়েছে তোমার চুলের ক্লিপ,
এক মুহূর্তের জন্যেও হাতছারা করিনি এটা।
অবিচ্ছেদ্য অংশই হয়ে আছে এটা আমার জীবনের।
আরেকবার পকেট থেকে বের করে দেখলাম ক্লিপটাকে,
তোমার হয়েই তো ক্রিয়া চালাচ্ছে এটা আমার মনে।
ওটাই তো আবার আশা দিল,
সামনে আবারও দেখা হবে, কথা হবে দুজনায়।


No comments: