Tuesday, May 3, 2022

সুখ

আমি খুঁজি সুখ
বৃষ্টিতে ভেজা মাটির সু ঘ্রানে।

আমি খুঁজি সুখ
বারান্দা ভরা চড়ুইয়ের কলতানে।

আমি খুঁজি সুখ
টিনের চালে বৃষ্টির টুপটাপ সুরে। 

আমি খুঁজি সুখ
দৌড়ে বেড়ানো অতি খুশি কুকুরে।

আমি খুঁজি সুখ
রুপসার স্রোতে সাঁতারে মগ্ন বালকে।

আমি খুঁজি সুখ
পাখির ছড়ানো ভেজা পালকে।

আমি খুঁজি সুখ
বঙ্গভূমির প্রাচীন সু্রে গাওয়া গানে।

আমি খুঁজি সুখ
যশোরেশ্বরীর প্রাগৈতিহাসিক থানে। 

আমি দাঁড়িয়ে বঙ্গভূমিতে খুঁজি প্রতাপাদিত্য,
আমি দেখি দখিনের বাতাসে সোনালী ধান্যশীষের নৃত্য। 

রুপসার জলে সূর্য ডোবে সাঁঝবেলাতে প্রতিদিন,
সুখ এখানেই, শত রঙে রাঙা, সহস্র রঙে রঙিন। 


২০ বৈশাখ, ১৪২৯
খুলনা

No comments: