Sunday, July 7, 2013

উল্কাপিন্ডের স্বীকারোক্তি

ফিরি খুঁজে তোমায় বারেবার,
ওই নীলাকাশের মাঝে।
কখনও ধরা দাও তুমি চাঁদের আকৃতিতে,
কখনও সন্ধ্যাতারার মত
নিশ্চুপ, একাকীত্বের কোন সাঁঝে।

খুঁজে খুঁজে তোমায় যখন ব্যর্থতা গ্রাস করে
তখন ভাবি সেই দিনগুলোর কথা...
যখন তোমার কাছের ছিলাম
একসাথে ওই আকাশের বুকে ভিজতাম
ভুলে সব ভিন্নতা।

উল্কাপিন্ড হয়ে জন্মেছিলাম তাই,
পতন হওয়া ছিল নিশ্চিত।
চলে এসেছি মর্ত্যে,
জ্বলি একা একা,

করতে কোন পাপের প্রায়শ্চিত। 

No comments: