Saturday, May 12, 2012

মা

মা,
এক শব্দে বলা যায় এমন এক ডাক।
মা,
স্নেহের পরশ বুলানো দেহে ভালবাসার আঁক।
মা,
কষ্ট আর শ্রদ্ধায় গড়া এক প্রতিমা।
মা,
ভগবানের এক সাক্ষাত উপমা।

শুরু থেকে আজও প্রতিটি মুহূর্তে
আছে জড়িয়ে, মায়ের অবদান।
দুঃখ কষ্টে কাটে দিন,
তবু যোগাতে সাহস এ মনে,
লুকিয়ে চোখের জল
সদা তার মুখ অম্লান।

জানিনা কিভাবে মা জানাব শ্রদ্ধা
তোমায় কেমন করে?
বহুদিন মা দেখিনা তোমায়
মনটা আছে মরে।

মুঠোফোনে হয় কথা নিয়মিত
তবু ভরেনা প্রান।
জীবন যুদ্ধে ক্লান্ত আমি মা,
আসছি ফিরে তোমার কোলে
জুড়াতে এ মন
করতে সব দুঃখ অবসান।

No comments: