Saturday, August 6, 2016

নক্ষত্র, তোমায় বলছি

শত ব্যস্ততার শেষে ক্লান্ত আমি
আংশিক বিলীন হয়ে আছি;
পূর্ণ বিলীনের পথে এগিয়ে চলেছি ধীরে ধীরে।
নক্ষত্র আমায় আলো দাও-
আমি গ্রহণের শাপে পড়তে চাইনা।
আমায় উদ্ভাসিত করো তোমার আলোয়, নক্ষত্র।
 
আমি নিরুপায়,
আঁধার আমায় গ্রাস করছে তিলে তিলে।
আমি হারিয়ে ফেলছি আমার অস্তিত্ব,
ধীরে ধীরে,
খুবই ধীরে, বর্ণনাতীত মৃত্যুযন্ত্রনা ভোগ করে। 
আমায় বাঁচিয়ে দাও তোমার আলোয়, নক্ষত্র।

No comments: