Sunday, May 24, 2015

তার ভালবাসা

ভালবাসা অন্তহীন মিষ্টি যন্ত্রনা,
চোখের সামনে থাকে
তবু ছোঁয়া যায়না।
চোখের ইশারায় হারায় সব ফিরে আসেনা।

প্রতি মুহুর্তে সুখের আমেজ,
তার স্পর্শ চাওয়া,
শুধু প্রেম কামনা।
অধর স্পর্শ করতে  আর ধৈর্য্য সয়না।

রাত পাখির গানের সুরে
আর ঘুম আসেনা।
সবুজ তরুলতার মাদকতা
আর আকৃষ্ট করেনা।
তাকে ছাড়া আর কিছুই
এ মনে রয়না।



Thursday, May 21, 2015

সুখের সমুদ্রে

রিনিঝিনি শব্দের মাদকতা আবিষ্ট করে রেখেছে আমায়,
তোমার পায়ের নূপুরেরই রিনিঝিনি শব্দ।
বকুল ফুলের সৌগন্ধে আচ্ছন্ন আমি,
তোমার চুলে কি কখনও বকুল ফুলের মালা গোঁজা ছিল?
হয়তো বা।
তোমার মাঝেই তো ডুবে থাকি সারাক্ষন,
সে যে মুহুর্তই হোক না কেন।
স্বপ্নের মাঝে তো সুখের সমুদ্রে ভাসতে মানা নেই।




বৃষ্টি-স্মৃতি-নস্টালজিয়া


হঠাৎ বৃষ্টিতে ভেজা হল আজ,
আকাশে মেঘ বারেবার ডেকে স্মরন করিয়ে দিতে চাচ্ছিল কিছু বোধ হয়।
নস্টালজিক করতে চাচ্ছিলো আমায়। 
তবে অনেক বদলে গেছি আমি।
এখন স্মৃতি চেপে রাখতে জানি আমি,
অভিনয় করে যেতে পারি সবার সামনে যদিও রক্তক্ষরন হয় বুকে।
অনেক বদলে গেছি আমি,
সময়ের সাথে,
পরিস্থিতির সাথে,
পরিচিতির সাথে।
আমার ভেতরের আমি এখনও বদলায়নি;
বুঝতে পারছি।
নইলে হৃদয়ের মাঝে দাফন করা স্মৃতিগুলো আঁচড়ে উঠে আসছে কেন?
যখন আমি একা আছি।

Saturday, May 16, 2015

যিহোভা- কন্যা

অনাহূত অতিথির ন্যায় প্রবেশ করে
চুপি চুপি তোমায় দেখছিলাম
কিংডম হলের এক কোনায় দাঁড়িয়ে।
যিহোভার সাক্ষীরা ছিল নিজ নিজ প্রার্থনায় রত,
আর আমি তোমার রুপের উপাসনায়।
যতবার ঘোষক যিহোবার নাম নিয়েছেন
ততবার আমার মনে হয়েছে তুমি সেই সদাপ্রভুরই কন্যা,
তোমায় পাওয়া মানেই সদাপ্রভুকেই পাওয়া।
বলতে দ্বিধা নেই,
আমি প্রেমে পড়েছি তোমার ছোট দুটি মায়াবী চোখের,
তোমার কোঁকড়ানো কেশরাজির,
গোলাপ রাঙ্গা ঠোঁটের,
কারুকার্যময় সুন্দর শরীরের।
আমি যিহোভার সন্তান নয় তার জামাতা হতে চাই,
জানিনা তুমি কি সাড়া দেবে আমায়!