Saturday, November 20, 2021

রাজশাহী


সিএনবি মোড়ের রানার মিষ্টি,
রাস্তার অপরপাশেই বটতলার বার্গার,
আশেপাশে আরও অনেক লোভনীয়ের বেসাতি।
সুন্দরীদের আনাগোনা
প্রজাপতির মত উৎফুল্ল সবাই
পদ্মার স্রোতের মত চপলা
হাসির শব্দে চাপা পড়ে গীটারের ঝংকার।

বাতাসে উড়ে বেড়ায় প্রেম
উত্তরের বাতাস বয়ে যায় দক্ষিণে। 
একটু উষ্ণতার খোঁজে রাস্তায় দাপিয়ে বেড়ায়
ক্ষুধার্ত সারমেয়। 

সাহেব বাজার বড় মসজিদের সামনে মালাই চা
পাশেই তিল-গুড়ে ভাজা গরম জিলাপি
শতশত মানুষ ছুটে চলে পেটের দায়ে
মাঝে একটু থমকে দাঁড়ায় মুক্তমন্ঞ্চে।
গ্যালারীতে বসে শোনে গান আর কাশবন ছাপিয়ে
চোখের সামনে বয়ে চলে প্রমত্ত পদ্মা।

তেরখাদিয়ার নিস্তব্ধতা ছাপিয়ে পাশ দিয়ে 
সাঁই করে ছুটে চলে ই- রিকশা।
তারপর আবার নিঃশব্দের শব্দ। 

পরিষ্কার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা 
ইট কাঠের উন্নয়ন।
কোন এক সময় হঠাৎ পৌঁছে যাওয়া রেল স্টেশনে।
প্লাটফর্মে দাঁড়িয়ে আরেকবার ফিরে দেখা।

মনে বিদায়ের সুর,
বিদায় রাজশাহী, হয়ত দেখা হবে আবার। 

Wednesday, August 25, 2021

ভাদ্রের এমন দিনে


ভাদ্রের এমন দিনেই হয়তো
শেষবার দেখেছিলাম তোকে।
গোধূলির আবছা আলোয়ও দেখেছিলাম স্পষ্ট
উজ্জ্বল দুটো চোখ
যাতে ছিল ক্রোধের বিচ্ছুরণ। 
তুই চলে যেতেই নেমেছিল আঁধার
সাথে আচমকা বৃষ্টি। 
ভেজা ব্যস্ত রাজপথে যখন নিকোটিনের ধোঁয়া উড়িয়ে
উদযাপন করছি পরাজয়,
চোখের জল আড়াল হয়েছিল বৃষ্টির জলে। 

এরপর বহুবার ভিজেছি।

আজও বৃষ্টি হয়েছে সন্ধ্যায়,
গোধূলির লালচে আলো দপ্ করে নিভে।

হঠাৎ।

আজও কাঁকভেজা হয়েছি।

নিকোটিনের ধোঁয়াও উড়েছে আকাশে খানিকক্ষন।

মস্তিষ্কের স্প্যাম থেকে তুইও জেগেছিলি।

কিন্তু, চোখে জলটা না
আর আসেনি!

Saturday, August 21, 2021

বদল


বিশাল জলরাশির মাঝে 
ভেসে চলা নিরন্তর,
ঘাটের দূরত্ব অজানা। 

নিস্তরঙ্গ নিভৃত সময়ে
হৃদয়ে আবেগ অবান্তর,
চেনামুখ যেন অচেনা! 

নীলাকাশ বদলে গেছে
গাঢ় মেঘের ছায়ায়। 
বদলে যাওয়া হৃদয় পোড়ে
হারিয়ে যাওয়া মায়ায়। 

Friday, July 30, 2021

ঊন-মানুষ

একটা অন্তের অপেক্ষায় প্রহর কেটে চলছে,
চক্রাকারে ঘুরতে ঘুরতে।
পালানো সমাধান নয়, তবে অসম লড়াইয়ে টিকে থাকাটা দুষ্কর।
প্রকৃতির নিয়মে কেটে যায় সময়
পরাজয়ের ক্ষত হয় গভীর থেকে গভীরতর।
আকাশের চাঁদের দিকে ধেয়ে যাওয়া সিগারেটের ধোঁয়া
আর বারান্দার মেঝেতে পড়ে থাকা ছাইয়ে
কিছুটা বেদনার অংশ হয়ত মিশে থাকে,
তবে, ভেতরের অঙ্গার হয়ে পড়া হৃদয়টার হাল
বাইরে থেকে বোঝা যায়না।

জন্মের মত আজন্ম পাপ টেনে নিয়ে বেড়ায়, ঊন-মানুষেরা,
হাস্ব্যোজ্জ্বল মুখোশের আড়ালে- আমাদের চারপাশে।