Friday, September 7, 2012


একলব্য

তোমার সোনালি নয়নের মায়ায় আমি-
পাগল হয়েছি কবে পারিনি বুঝতে।
তোমার সুন্দর চেহারায় মুগ্ধ আমি।
কখনও পারিনি আমি, তোমায় বোঝাতে।

তোমার হাসিতে আমি ফিরে পাই প্রান-
কেন জানিনা বোঝনা তুমি, জানিনা তা।
করছি স্বীকার করে এই শ্রী অম্লান,
এও করছি স্বীকার আমার ব্যর্থতা।

হারানো সব কিছু আমার বেদনার
স্মৃতিতে ভরা এক বিশাল মহাকাব্য।
তবু তোমার মাঝে খুঁজে ফিরি স্বান্তনা।
দেখি চারপাশে শুধু ঘন অন্ধকার-
আমি মহাভারতের সেই একলব্য-
খুঁজে বেড়াই সুখ, ভুলে যেতে যন্ত্রনা।

শামস রাসিদ
০৭/০৯/২০১২, শুক্রবার। ঢাকা।

No comments: