Sunday, May 26, 2013

আমার ভালবাসা

ভালবাসা,
চার অক্ষরের একটা শব্দ হলেও এর ব্যাপ্তি,
মনে হয় বোধশক্তি দ্বারা পরিমাপের বাইরে।
ভালবাসা,
শব্দটা বলতে সেকেন্ডের কম সময় লাগলেও
এর মায়া মেখে থাকে সারা জীবনের সফরে।

এ পৃথিবীতে হয়তো পাওয়া যাবেনা
 কাউকে এমন, যে পায়নি কষ্ট ভালবাসি।
কারো ভালবাসা অর্থ, কারো ঈশ্বর,
কারোবা প্রকৃতি, কারো মৃত্তিকায় গড়া মানসী।

আমি শেষোক্ত দলে-
ভালবেসে ফেলেছি এক মানবীকে।
যাকে আমি দেখি সরস্বতি রুপে,
মায়াবী মুখশ্রী, চতুর্ভুজার ন্যায় সর্বকর্মপটিয়সি মানবী।
রহস্যময়ী, যার চোখের জলে রহস্যের আভা পেয়েছি,
মজে আছি সমাধানের নেশায় সেই রহস্যের।
যার গোলাপ রাঙ্গা চিকন ঠোঁটের হাসিতে
আমি মরি, আমি বাঁচি, আমি ভাসি, আমি ডুবি। 

No comments: