Wednesday, June 24, 2015

পার্থক্য



সেদিনটাতে আকাশে সুর্য ছিলোনা,
মেঘে ঢাকা আকাশে মাঝে মাঝে বিদ্যুচ্চমক খেলে যাচ্ছিল বারে বার।
রিকশায় আমার পাশে বসে হাতটা শক্ত করে আঁকড়ে বসেছিলে তুমি;
আমি অনুভব করছিলাম তোমার উষ্ণতা, তোমার হৃদস্পন্দন।

আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মাঝে পরম নির্ভরতা খুঁজছো;
আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার মাঝে ভালোবাসা খুঁজছো;
কিন্তু, বুঝতেই পারিনি সবই ছিল তোমার অভিনয়
তোমার অস্তিত্বের যে মায়াবী বিভ্রম আমায় আচ্ছন্ন করে রেখেছিল।
আমি আঁধারে ছিলাম তোমায় নিয়ে, এক ঘন আঁধার,
যে আঁধার কাটিয়ে আলো আসতে অনেক সময় লেগেছিল

আজ আকাশে সুর্য নেই,
মেঘে ঢাকা আকাশে মাঝে মাঝে বিদ্যুচ্চমক খেলে যাচ্ছে বারে বার।
আমি একা রিকশায়

তবে, আমি আর আঁধারে নেই; আমি আলোর পথযাত্রী

No comments: