Friday, October 28, 2016

চাঁদ

চাঁদটা আজ বিদঘুটে আচরন করছে,
মনে করিয়ে দিচ্ছে তোমায়।
পিচঢালা পথটাকে ঘৃনা করতে ইচ্ছে হচ্ছে,
তোমার সাথে সেখানেই তো দেখা হয়েছিলো।
আজ যদি আমায় জিজ্ঞাসা কর,
তোমায় ঘৃনা করি কী না!
আমি শুধু এটাই বলব, তোমায় ক্ষমা করেছি
বহুদিন আগেই।
তবে, আজ যদি তোমার গায়ে আগুন লাগে
আর আমার হাতে থাকে এক বালতি জল।
আমি নির্দ্বিধায় স্নান করবো
তোমার পুড়ে যাওয়া দেখতে দেখতে।
এটা প্রতিশোধকামিতা নয়,
আমার জীবনে তোমার মূল্যহীনতা।

No comments: