Monday, December 17, 2018

সাহস

সাহসের সর্বোচ্চ স্তর গবেষনা করতে গিয়ে
তিনি অনেক খুঁজলেন।
ঘুরে বেড়ালেন পৃথিবীর সমস্ত স্থলপথ,
গেলেন অতলান্তিক এর গভীরে।
সুন্দরবন-কালাহারি-আমাজন চষে
ইউরোপের সমুদ্রঘেষা তীরে বসে
মধ্য এশিয়ার দিকে তাকিয়ে ভেবে ভেবে পেলেননা কিছুই।

বিষন্ন মনে ব্যার্থতার গ্লানি মুছতে তিনি
আত্নহনন করতে গেলেন এক ঘরে একাকী।
ঘন্টাখানেক পরে দেখা গেল তিনি গবেষনাগারে।

গবেষনা পত্রে তিনি লিখেছেন,
আত্মহননের শেষ সজ্ঞান মুহুর্তই সাহসের সর্বোচ্চ স্তর৷

কাগজে বেরোল এ খবর,
পড়ে গেল চারিদিকে ধন্যি ধন্যি রব। 
ঢাকার এক ছোট্ট গলির এক পাগল শুনল সব,
মুচকি হেসে বলল,
এ তো জানা কথা।
সে স্তর ছোঁয়া কঠিন বলেই তো বেঁচে আছে মানুষ পূর্বাপর।

No comments: