Thursday, April 16, 2020

হযরত আদমের সুসমাচারের বঙ্গানুবাদ


১ রাতের প্রথম ঘন্টায় খারাপ আত্মারা সদাপ্রভুর প্রশংসা করে, এবং এই সময়ে তারা কোন মানবের ক্ষতি করেনা বা আহত করেনা
২ রাতের দ্বিতীয় ঘন্টায় প্রশংসা করে পায়রাগুলো
৩ তৃতীয় ঘন্টায় প্রশংসা করে মৎস্যকূল, আগুন এবং গভীরস্থ সকল জীব
৪ চতুর্থ ঘন্টায় সেরাফিম দেবদূতেরা 'পবিত্র, পবিত্র, পবিত্র' বলে প্রশংসা করে সদাপ্রভুর; পাপে পড়বার আগে আমি যা শুনে অভ্যস্ত ছিলাম। তাঁদের পাখার আওয়াজ ছাপিয়ে যেত এই প্রশংসাসূচক স্তূতি। কিন্তু, আইন অমান্য করার পর থেকে আমি আর তা শুনতে পাইনা। 
৫ পঞ্চম ঘন্টায় প্রশংসা করে স্বর্গে বয়ে যাওয়া জলধারা। আমি শুনতাম সে জলধারার কলরব দেবদূতদের সাথে (যখন আমি স্বর্গে ছিলাম)। এই তীব্র কলরব দেবদূতদের যেন প্ররোচিত করত সদাপ্রভুর প্রতি আরো বেশি প্রশংসাসূচক স্তূতি করতে।
৬ ষষ্ঠ ঘন্টায় সদাপ্রভুর প্রশংসা করে মেঘরাশি এবং মধ্যরাতের আতঙ্কেরা
৭ সপ্তম ঘন্টাটি স্থির হয়ে থাকা প্রবল শক্তিমান জলরাশির জন্য এবং এই সময়ে জল সেচন করা যায়। সদাপ্রভুর উপাসক এই জল পবিত্র তেলের সাথে মেশান ও সেই মিশ্রন তিনি পীড়িতের দেহে মালিশ করেন এবং তারা বিশ্রাম পায়
৮ অষ্টম ঘন্টায় পৃথিবীর বুক চিড়ে তৃণ আবির্ভূত হয় এবং স্বর্গ থেকে শিশিরবিন্দুরা নেমে আসে।
৯ নবম ঘন্টায় প্রশংসা করে চেরুবিম দেবদূতেরা
১০ দশম ঘন্টায় প্রশংসা করে মানবেরা তাদের সদাপ্রভূর। এসময় স্বর্গের দরজা খুলে যায় এবং যার মধ্যে দিয়ে সকল জীবিত প্রাণীদের প্রার্থনা স্বর্গে প্রবেশ করে। তারা উপাসনা করে করে এবং নিষ্ক্রান্ত হয়। এবং এ সময়েই সেরাফিম দেবদূত এবং মোরগেরা তাদের ডানা ঝাঁপটায়। এ সময়ে সদাপ্রভু মানুষকে তাই-ই সম্প্রদান করেন তারা যা প্রার্থনা করে।
১১ একাদশ ঘন্টায় সূর্য স্বর্গথেকে পুনরায় আত্নপ্রকাশ করে এবং সারা পৃথিবীতে সকল প্রানীদের আলচ্ছটায় উদ্ভাসিত করে।
১২ দ্বাদশ ঘন্টায়, অপেক্ষা হয় ধূপ এর পবিত্র ধোঁয়ার জন্য। তখন আগুন এবং বাতাসকে নীরব থাকতে দেখা যায় যতক্ষন না উপাসক স্বর্গের উদ্দেশ্যে ধূপ জ্বালান। এ সময় সকল স্বর্গীয় শক্তি সমূহ স্বর্গের পথে নিষ্ক্রান্ত হয়।

রাতের ঘন্টাগুলোর পরিসমাপ্তি ঘটে
  

No comments: