Saturday, June 13, 2020

অসময়

দীর্ঘতর হচ্ছে লাশের সারি
বাতাসে মিশে আছে অদৃশ্য শত্রু।
বৃষ্টির ছাটে মুছে যাচ্ছে শুকিয়ে যাওয়া কান্নার দাগ,
হুইলচেয়ারে স্তব্ধ- নিশ্চল অতীত,
হাতের শাঁখার সাথে ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো
ছড়িয়ে পড়ছে শ্মশানের মেঝেতে।
গোরখোদকেরা খুঁড়ে যাচ্ছে গোর অবিরাম,
তারা নিশ্চিত, পথেই আছে নতুন সব অতিথিরা।

সময়টা বড্ড অনিশ্চিত,
আজ চ্যাটার্জী সেজে ঘৃণা উসকে দেয়া হোসেনও হয়ত
কাল থাকবে চলে যাওয়ার তালিকায়
অন্য কোন রাষ্ট্রে, অন্য কোন ভাষায়।
ক্ষুদ্র ক্ষুদ্র পাপের সমষ্টিতে গড়ে উঠেছে বিশাল জাল,
প্রকৃতি কিছুই ভোলেনা,
প্রকৃতি ক্ষমা করেনা।

No comments: