Showing posts with label আকাশে. Show all posts
Showing posts with label আকাশে. Show all posts

Saturday, June 6, 2020

অস্তিত্ব




নির্বাক কোলাহলময় শহরে, থেমে থেমে চলে জীবনের স্পন্দন।
বিবর্তনের আরেক বিন্দুর মুখে দাঁড়িয়ে চলছে
অস্তিত্ব টিকিয়ে রাখার এক ভীষন লড়াই।

সুর্যের তেজ নিভু নিভু প্রায়, তবুও আলোর খোঁজে জ্বলে নিয়ন বাতি।
সামনে তমসাচ্ছন্ন, ক্লান্তিকর অবসাদময় দীর্ঘ সময়,
পথের খোঁজে, পথে পথে হেঁটে বেড়াই।

Sunday, May 31, 2020

বিষাদ


'আবেগের দুরন্ত ঘোড়ায় লাগাম পড়িয়ে 
বাস্তবতার মাঠে রেস খেলতে নামা জুয়াড়ি
আর, 
ক্লান্তির শেষে আবার ক্লান্ত হতে ঝাঁপিয়ে পড়া 
গাধাদের জন্য সমবেদনা। 
নরক বলতে কিছু নেই ভাবছ?
এদের হাসিমাখা মুখের পেছনে লুকিয়ে থাকা 
ভয়ংকর বিষাদময় মুখগুলো একবার আবিষ্কার করে দেখো। 
নরক দর্শন হয়ে যাবে!'

এক নিঃশ্বাসে কথাগুলো বলে 
বয়েসের ভারে জীর্ন কুচকে যাওয়া তামাটে রঙের এক বৃদ্ধ;
মনোযোগ দিল আবার আকাশে। 

'ক্ষ্যাপা', মুখ ভেংচে বলল তরুনীটি,
'বিকেল বেলা আকাশের তারা গুনছে বুড়ো ভাম'।
বৃদ্ধ মুচকি হাসলো, ফিরলোনা এঁদের দিকে।

'একসময় আসবে
যখন তুমিও আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করবে, খুঁকি।
আবাদ্দনের। 
অনন্ত অপেক্ষা যদি তোমাতে অরুচি হয় তাঁর।
যেমনটা আমি করছি, এক অনন্ত কাল।'

অব্যক্ত শব্দগুলো দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে 
মিশে গেলো বাতাসে, সবার অগোচরে, 
অজান্তে।