Showing posts with label জয়. Show all posts
Showing posts with label জয়. Show all posts

Friday, June 19, 2020

জয় কর্তার


এই বেটা গোলাম হোসেন,
চলে আয় তো এদিকে।
পানটা সাজা ভাল করে
কথা বলি এই ফাঁকে।

বলত বেটা গোলাম হোসেন
তোর বেতন কত আজ?
সবশেষে বাড়িয়ে ছিলাম কবে?
তখন ছিলোনা ব্রিটিশ রাজ?

ধুঁতির ছেড়া হাতে ঢেকে
উদোম গায়ে বসে নীচে
বানিয়ে পান, গোলাম গায়,
কর্তার দয়ায় আছি বেঁচে।

বুঝলি গোলাম চারদিকেতে
কমছে যে দাম তোর কাতারে।
দিই আমি বেশ জানিসই তো তুই
ভিড়লাম না আর ঐ সাঁতারে।

গোলাম হোসেন কাঁদিয়া বলে
জয় কর্তার মানবিকতার
বেঁচে আছি আপনার দয়ায়
মাংস শুকিয়ে টিকেছে হাঁড়।

মনটা বিশাল আকাশ সমান।
জানি আমি মন আপনার
ভাত জোটেনা, মুড়ি খাই,
কমলে বেতন তাও জোটেনা আর!

বাঁচুন আপনি, বাঁচুক তাঁরা,
আমাদের জীবন তো উপাচার।
বেঁচে আছি আজও, নিচ্ছি শ্বাস,
জয় জয় জয়, জয় কর্তার।