Showing posts with label প্রতীক্ষা. Show all posts
Showing posts with label প্রতীক্ষা. Show all posts

Friday, May 1, 2020

প্রেম



পৃথিবীর দীর্ঘতম প্রতীক্ষার পরে দেখেছি তোমায়,
মহাজাগতিক দীর্ঘতম অপেক্ষার পরে হয়ত বলতে পারবো...

'ভালবাসি'

পৃথিবীর দীর্ঘতম প্রতীক্ষার পরে দেখেছি তোমায়,
মহাজাগতিক দীর্ঘতম অপেক্ষার পরে হয়ত বলতে পারবো...

'ভালবাসি'

তার আগে স্তব্ধতার দেয়াল ভাঙতে
চলবে লড়াই অবিরাম-
বাতাস থেকে শুষে নেবো দুরন্ত সাহস আর
সময় শেষে উল্টে দেব বালুঘড়ি। 

সব শেষে, 
গোলাপের তোড়া নিয়ে তোমার সামনে বসে, 
বলবো...

'ভালবাসি’