Wednesday, April 7, 2021

ইতিহাস


অস্পষ্ট শব্দগুলো থেকে তৈরি হয় 
অগ্নিঝরা সব বাক্যাংশ।
রক্তে আগুন ধরানো বাক্যেরা জোড়া লেগে
সৃষ্টি করে সব কালজয়ী ভাষা-
আর,
জমাট বাঁধা রক্তে তৈরি হয় ইতিহাস। 

ছেঁড়া ছবিগুলো জোঁড়া লাগিয়ে
যে ক্যানভাস হয় তার অর্থ পরিষ্কার।
আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি,
যে ইতিহাস বদলাতে না পারার কারনে
ঘৃনিত হবো উত্তরপুরুষের কাছে। 

একদল উনমানুষের প্রাচীন খুলিতে 
মস্তিষ্ক বর্গা দেবার খেসারত দিতে হবে
যতদিন না আলোর দিশারীরা সংখ্যাধিক্য হয়।

সে দিন কী আর আসবে! 

Wednesday, February 24, 2021

বিলীন

নিসর্গের মাঝে চলতে চলতে
অপরুপ এক দির্ঘাঙ্গির দিকে হল দৃষ্টিপাত। 

ঠিক সে মুহূর্তেই-
থমকে গেল পৃথিবী,
বন্ধ হয়ে গেল ঘূর্ণায়ন,
স্রোতেরা পরিনত হল সুনামিতে,
পবনদেব বসলেন ধ্যানে,
সূর্য স্থির হয়ে থেমে রইল আকাশের বুকে। 

সময় বলতে রইলো না আর কিছু,
একটা নির্দিষ্ট মুহূর্তে সব আটকে গ্যালো।
আর আমি;
তার মাঝে বিলীন হলাম। 

Friday, January 15, 2021

ঈশ্বরের আশীষ

মিথ্যের ইট পাথরে গড়া প্রাসাদ
সত্যের মৃদু বাতাসেই ভেঙ্গে পড়ত সত্যযুগে।

যুগের পরে যুগ পেরিয়েছে
এসেছে কলিযুগ।
ইটের পরে পড়েছে ইট 
তৈরী হয়েছে এক মহাদুর্গ,
মিথ্যের।

এই কলিযুগে সত্যের সুবাতাস বরং আটকে যায় 
সেই দুর্গের দৃঢ় দেয়ালে।
দেয়ালের এপাশে অন্যায়ই এখন ন্যায়,
চোখে দেখা সত্যও আজ মিথ্যে।
মেকি আর আসলের মাঝে ভেদ করার চেয়ে
তীর দিয়ে দশ ক্রোশ দুরের মৎস্য অক্ষি ভেদ করা সহজ। 

ঈশ্বরের আশীষও হয়ত আটকে গিয়েছে ঐ দুর্গে...

Friday, December 18, 2020

নির্বোধ জাতি

কোন এক প্রান্তরে একদা ছিল এক ক্ষুদ্র জাতির বাস।
অন্য জাতির কায়দা আচরিয়া যাহাদের মিটিত আশ।।
ত্যাগিয়া আপন পরিচয়, মানিত পিতা কোন এক প্রাচীন উন্মাদেরে।
বহির্ভুমিতে হইত ন্যায়, দুঃখে অগ্নি প্রজ্জ্বলন করিত ঘরে।।
মুখে বলিয়া শান্তি, তরবারি হস্তে পিছন হইতে করিত কতল।
ন্যায়পরায়নের ভেক ধরিয়া অপকর্মের মাপ হইতো অতল।।


ইতিহাস কয় প্রকৃতি করেনা সহ্য অন্যায় চিরকাল।
টেকেনাই কভু দ্বিচারি সমাজ, সাক্ষী পরমবিশ্ব মহাকাল।।
আজ যে আলো চিরে আঁধার, ক্ষয়ে যাবে সে এক শেষে।
আসিবে নতুন আলো, সত্য হইয়া, অন্ত করিয়া শ্লেষে।।

তীব্র ঘৃণা তাহাদের তরে যারা নিজেরে করতে পারেনা সম্মান।
অপেক্ষা সময়ের, আসবে নিশ্চয়ই নির্বোধতার অবসান।।