Wednesday, April 7, 2021

ইতিহাস


অস্পষ্ট শব্দগুলো থেকে তৈরি হয় 
অগ্নিঝরা সব বাক্যাংশ।
রক্তে আগুন ধরানো বাক্যেরা জোড়া লেগে
সৃষ্টি করে সব কালজয়ী ভাষা-
আর,
জমাট বাঁধা রক্তে তৈরি হয় ইতিহাস। 

ছেঁড়া ছবিগুলো জোঁড়া লাগিয়ে
যে ক্যানভাস হয় তার অর্থ পরিষ্কার।
আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি,
যে ইতিহাস বদলাতে না পারার কারনে
ঘৃনিত হবো উত্তরপুরুষের কাছে। 

একদল উনমানুষের প্রাচীন খুলিতে 
মস্তিষ্ক বর্গা দেবার খেসারত দিতে হবে
যতদিন না আলোর দিশারীরা সংখ্যাধিক্য হয়।

সে দিন কী আর আসবে! 

No comments: