Thursday, April 15, 2021

সন্ধ্যা


এম্বুলেন্সের কর্কশ সাইরেনের শব্দ যখন শুনি
মনটা কেমন বিষাদে ভরে ওঠে। 

চারিদিকে কোলাহলের মাঝেও এক অযাচিত নিঃশব্দতা,
হাস্যোজ্বল যুবকের মুখের উপর এক কালো ছায়া। 
সদ্য স্বামীহারা বৌদি সন্তানকে নিয়ে ফিরছে বাবার বাড়ি,
এবার আর হাসিমুখে নয়। 

পরের ঘরে খেয়ে মেতে ওঠা ঘ্যোতঘ্যোত করা শুয়োরের
লেবাস পকেটে হেক্সিসলের বোতল। 

মৃত্যু পরম সত্য,
এর চেয়ে বড় সত্য নাই,
তারপরও ভীষণ আতঙ্কের চাদরে ঢাকা চারিদিকে। 

লাশের মিছিল শুরু হওয়ার আগের মুহূর্তে দাঁড়িয়ে,
সন্ধ্যার আবছা আঁধারটা আর রোমান্টিক লাগছেনা। 
শিরদাঁড়ায় বয়ে যাচ্ছে ভয়ের স্রোত।

শত বছর আগে আমার পূর্বপুরুষেরও কী এমন ‌হত? 

No comments: