Monday, April 19, 2021

এপিটাফ


তাপঝরা দুপুরে ঝলসে যাওয়া চোখে 
ফাঁকা হয়ে যাওয়া রাজপথ দেখি। 
রাস্তা থেকে দূরে বসে থাকা স্বল্পবয়েসী এক মা'কে দেখি
ক্ষুধায় আর্তনাদরত শিশুর মাথায় হাত বুলিয়ে কাঁদতে। 
অনাথ সন্তানদের দেখি সফেদ পট্টবস্ত্র চাপিয়ে
ওস্তাদদের সমাপ্তি অযোগ্য চাহিদা মেটাতে ভিক্ষা করতে। 

রাস্তার কুকুরগুলোও কেমন নেতিয়ে পড়ছে প্রতিনিয়ত,
আশ্রয় নিয়েছে শহীদ মিনারের ছায়ায়।
আস্ফালকদের আস্ফালন অন্তর্জালের ছোঁয়ায়
বেজে চলেছে চা বিক্রেতার মুঠোফোনে;
সন্ধ্যায় ওতেই হবে গুটি বিক্রির হিসাব‌।‌‌

ব্যাকবেন্ঞ্চার মুফতে পাওয়া উর্দি গায়ে ধমকাচ্ছে
মুক্তিযোদ্ধা বাবার জন্য ওষুধ কিনতে বের হওয়া 
রিকশাচালক সেলিম কে। 

তাপঝরা দুপুরে ঝলসে যাওয়া চোখে 
আমি শুধু দেখি ঝাপসা হতে থাকা একটা রাষ্ট্রের কায়া,
যার এপিটাফ লিখে চলেছি আমরা সবাই। 

No comments: