Saturday, February 25, 2017

দেখা

প্রথম তোমায় দেখেছিলেম গঙ্গারিডিতে,
বিপাশা নদীর পাড়ে
মধ্যদুপুরে...
শত রমনীর মাঝে আশ্চর্যরকম ব্যাতিক্রম ছিলে
আর
আমি ছিলেম হরপতিবৈরভার পুজারী।
তোমার পার্বতীরুপ চিনতে ভুল হয়নি সেদিন।
তোমার পিছু পিছু ঘুরেছি কতটা পথ!
তোমার মিষ্টি হাসিতে মরার জন্য!
মরেছিলাম ও বটে
তবে তোমার হাসি দেখে নয়।
বিপাশা নদী পার হয়ে আসা নাক উঁচু, শ্বেত দেওরা
তোমায় ছুঁতে চেয়েছিল।
দেইনি সেদিন তাদের সেই সুযোগ...
একসাথে প্রাণ হারানোর সে মুহুর্তে তোমার চোখে যে প্রেম দেখেছিলাম
তার জন্য ফেরত এসেছি আবার।
তোমার জন্য।
মাঝে কেটে গেছে সহস্র বছর,
বিপাশা হারিয়ে গেছে কালের গর্ভে-
পদ্মার বুকে বয়ে গেছে সঙখ্যাতীত স্রোত।
তুমি আগের মতই আছ-
মনোহারিনী।
ঢাকার রাজপথে তোমায় সহস্র মানুষের মাঝে
খুঁজে পেতে এতটুকু কষ্ট হয়নি আমার।

Monday, January 16, 2017

নীলাক্ষী

নীলাক্ষী,
আমার হৃদয় তোমার উজ্জ্বল মেঘে পরিপূর্ণ
আমি রোদ দেখতে চাইনা
তুমি জড়িয়ে রাখো আমার হৃদয় আকাশ-
তোমার বরষায় আমি ভিজতে চাই।

নীলাক্ষী,
আমার জীবন তোমায় ছাড়া অপূর্ণ
আমি তোমায় হারাতে চাইনা
তুমি আমার তারকাপূর্ণ মুক্ত আকাশ-
তোমার মাঝে আমি হারাতে চাই।

আমার আকাশ মেঘে নীল
আমি উড়তে চাই শুধু তোমাতেই
আমার দু চোখ স্বপ্নে স্বপ্নীল
আমি হারাতে চাই শুধু তোমাতেই...

Friday, October 28, 2016

চাঁদ

চাঁদটা আজ বিদঘুটে আচরন করছে,
মনে করিয়ে দিচ্ছে তোমায়।
পিচঢালা পথটাকে ঘৃনা করতে ইচ্ছে হচ্ছে,
তোমার সাথে সেখানেই তো দেখা হয়েছিলো।
আজ যদি আমায় জিজ্ঞাসা কর,
তোমায় ঘৃনা করি কী না!
আমি শুধু এটাই বলব, তোমায় ক্ষমা করেছি
বহুদিন আগেই।
তবে, আজ যদি তোমার গায়ে আগুন লাগে
আর আমার হাতে থাকে এক বালতি জল।
আমি নির্দ্বিধায় স্নান করবো
তোমার পুড়ে যাওয়া দেখতে দেখতে।
এটা প্রতিশোধকামিতা নয়,
আমার জীবনে তোমার মূল্যহীনতা।

তুমি

কী চাই আর তোমার
যখন প্রাণটাই তোমায় দিয়েছি।
কী আর বাকি আছে দেবার
যখন সবকিছুই হারিয়ে ফেলেছি
শুধু রয়েছে বাকি নিরবতা।
বালিকা,
মাঝে মাঝে বিদ্রোহ করতে চাই।
পথ হারাবে এ ভয়েই পিছিয়ে যাই
এ দুর্বলতাকে নিজের মত করে
ভেবে নিয়েছ অযোগ্যতা।
এক সীমারেখার মাঝেই সব করে বিচরন
এক মাত্রাতেই থামে সব জোর আলোড়ন,
বালিকা, জানো তো
এর মাঝে থাকার মাঝেই নিহিত সম্পর্কের সফলতা!