Wednesday, January 9, 2013

যুধিষ্ঠিরের রথে মুক্তির ঠিকানার খোঁজ




বদ্ধ ইট কাঠের খাঁচায় বন্দি আমি, মুক্তি চাই এই আজব জেলখানা থেকে।
হারিয়ে যেতে চাই ওই নীলাকাশে,
যেখানে সূর্য তার পূর্ণ ঔজ্জ্বল্য নিয়ে হাঁসে।

জানিনা এ সম্ভব কিনা, এই খাঁচা থেকে মুক্তি।
এই পৃথিবীতে অনেক ঘটনাই তো ঘটে, যা মানেনা কোন যুক্তি।
তবু মানি এ অসম্ভবের কাছাকাছি,
মুক্তি সে তো সাধারন কোন ব্যাপার নয়।
দায়িত্ব প্রচুর কাঁধে, নাই পালাবার পথ, এভাবেই থাকতে হবে বাঁচি।

তবু খুজে যাই পালাবার পথ, দেখতে এই সুন্দর পৃথিবী আমার দু চোখে।
তাই গড়ে যাই যুধিষ্ঠিরের রথ।

শামস রাসিদ
৬/০১/২০১৩

No comments: