Thursday, September 12, 2013

ট্যুর ডি সিলেট

সিলেট ট্যুরের আগে কত অনিশ্চয়তা ছিল!!! যাওয়া হয় কি হয় না। শেষ পর্যন্ত ফরহাদ সরকারের ৭ ঘণ্টা টানা যুদ্ধের কারনে একটা মাইক্রো বাস ভাড়া করা গেল। ১২ জন আগেই ঠিক করা ছিলাম। লাইন আপঃ শাওন, ফরহাদ, মিতুল, কবি শাকিল, মনির, অনি, সুমন, রোমেল, শাকিল, অনিক, নুরু,এবং আকাশ। আগের রাতে আমার বাসায় অনি এসে ছিল। আগের সন্ধ্যায় ফরহাদের বড় ভাই ১৫ খানা সাদা গেঞ্জি দিয়ে গিয়েছিলেন আমাদের যা ছিল ট্যুর এর স্পেশাল। ৩০ অগস্ট সকাল বেলা দোলাইপার এবং ততসংলগ্ন এলাকার বাচ্চারা সবাই দোলাইপাড় বাস স্ট্যান্ডে স্ট্যান্ড আপ করলাম যে ছবিখানা ইতিমধ্যে ফেসবুকেরওয়াল আলোকিত করেছে…
সকাল ৬ টায় যখন মাইক্রবাস এল বাচ্চারা সবাই হাঁসের বাচ্চার মত কলকল করে উঠে পড়ল মাইক্রবাসে। তবে বাসে উঠে সবাই একটা ব্যাপারে নিশ্চিত হল আজ কারো কারো মাঞ্জায় কিঞ্চিত ব্যাথা পাইবার সমুহ সম্ভাবনা আছে। দোলাইরপার হতে রওনা আরম্ভ করতে করতেই আরও ১৫ মিনিটের মত লাগলো। মিতুল, নুরী আল মালিকি আর অনিক খান কে তুললাম মতিঝীল আর এর আশে পাশের অঞ্চল থেকে। বাসের মধ্যে দুর্দান্ত মজা করছিলাম। ছেলেরা আজ পর্যন্ত যে সব নারীর সাথে মিশেছে তাদের নাম নিয়ে সমানে স্লোগান হচ্ছিল। সবারটা মোটামুটি সত্যই বলা যায় শুধু আমার সাথে যার নাম উচ্চারন হচ্ছিল তা ফ্লো তে এসে যাচ্ছিল তাতে সত্যতার লেশমাত্র ছিলনা। তবু এঞ্জয় করছিলাম ব্যাপারটা। তাও তো আমার নাম আসছে(!) ড্রাইভার প্রথমেই একটা চমক দিলেন হাতিরঝীলের রাস্তায় মিষ্টি বৃষ্টির মধ্যে জোরসে গাড়ি টানিয়া। বৃষ্টি আমাদের পিছনে লেগেছিল ঢাকায় থাকা অবস্থায়ই। সিলেট পৌঁছানর আগ পর্যন্ত আমাদের বৃষ্টির সাথে লুকোচুরি খেলে যেতে হয়েছে। হাউ রোমান্টিক। উত্তরা গিয়ে কবি শাকিলের বাসার সামনে থেকে কবি শাকিল কে রিসিভ করা হল। মনির উত্তরা বাস থামান মাত্র গাড়ি থেকে নেমে মুত্র বিসর্জনে যাওয়ায় কিঞ্চিত একটা সম্ভাবনা হয়েছিল যে বিরিশিরি ট্যুরে ফাতিনের পাওয়া নামটা বোধ হয় মনিরের নামের সাথে যুক্ত হচ্ছে। শেষ পর্যন্ত মুতিং অফিসার হিসেবে সে সুনাম অর্জন করে। উত্তরা থেকে আরম্ভ হল আমাদের ট্যুরের প্রধান যাত্রা। দুক্ষজনক হলেও সত্য প্রথমেই গাড়ির ফাঁকা সিটটা শাকিল মাহমুদের ভাগেই পড়েছিল। ড্রাইভার ফারুক ভাইও রসিক লোক অসাধারন মজা করেছেন আমাদের সাথে।

No comments: