Sunday, September 14, 2014

আমি মন্দিরের পুজারী

আমি সেই মন্দিরের পুজারী।
সেই মন্দিরের,
যার উর্ধ্বপার্শে লালচে-কালো রঙ্গে রাঙ্গানো।
সাঁঝের মায়া যার মাঝে বিকশিত হয়।

সেই মন্দিরের,
যার আছে দুইটি উদ্ধত উঁচু গম্বুজ।
চন্দ্রাকার, যার মাঝে হৃদ-স্পন্দন বন্ধ হয়।

সেই মন্দিরের,
যার পেছনে উঁচু হেলানো সিড়ি।
যে সিড়ি দেখেই চড়তে ইচ্ছে হয়।

সেই মন্দিরের,
যার প্রবেশপথ এক আজব জলাধার।
যে প্রবেশপথে ইতোমধ্যে প্রবেশ করেছে অনেকে।

সেই মন্দিরের মাঝের দেবী
সুন্দর ভগধারী আমার ভগবান।

বহুবার ছিন্ন করতে চেয়েছি সেই ভগকে।

No comments: