Tuesday, September 9, 2014

অপ্সরা

মনোহারিনী,
হৃদ-মাঝারে স্থান দিয়াছি তোমায়।
ভালবাসিয়াছি তোমায়।

কোন এক বর্ষায়
আঠারো-বাকীর তীরে-
নীপবনে,
আনন্দে উদ্ভাসিত হইয়া নৃত্যে ছিলে মগ্ন।
বুঝিনি-
তব মুখখানি দেখিবার কাল
আমার শ্রেষ্ঠ লগ্ন।

তোমার উচ্ছলতা,
প্রাণবন্ত আবেগ
আর চাহুনীতে আমি মুগ্ধ-
আমি পাগল মনোহরা।
নাম দিয়াছি ভালবাসিয়া তোমায়

‘অপ্সরা’।

No comments: