Sunday, May 3, 2015

মাঝরাত ও উত্তরপ্রাপ্তি

কাল মাঝরাতে
ঘুম ভেঙ্গে গিয়েছিলো হঠাৎ
ভাবতে ভাবতে ঘুমিয়েছিলাম আমায় সত্যই ভালবাসে কোন নারী?’
কয়েকটা নাম আর চেহারা সামনে ভেসে উঠলো
সেলুলয়েডের পর্দায় যেভাবে ছবি ভেসে ওঠে
নাহ, কাউকে পাইনি সেভাবে
কেউ হয়তো আমার কবিতা ভালবাসে আবার
কেউ ভালবাসে আমার বোকামি;
কেউ বা আমার দুষ্টুমি ভালোবাসে।
কিন্তু, সম্পুর্ন আমিকে কেউ ভালোবাসে না
এই আমি যে মাঝে মাঝে কবি, মাঝে মাঝে উদাস,
কখনও করিৎকর্মা, কখনও আলসে,
কখনও আনন্দে উন্মাতাল, আবার কখনও পানসে
সব মিলিয়ে এই-ই তো আসল আমি,
যাকে একজন নারীই নিঃস্বার্থ ভাবে ভালোবাসে
সব মেনে নিয়েই
সে আমার মা, পৃথিবীর সবচেয়ে স্নেহময়ী নারী
এই ছোট্ট কিন্তু সত্য উত্তর-ই ধরা দিয়েছে আমার মনে

কাল মাঝরাতে।

No comments: