Wednesday, April 29, 2015

চেনা-অচেনা শহরে

চিরচেনা এক শহর ব্যস্ততায় পরিপূর্ণ নিষ্পাপ,
সবাই যার যার জীবনের পুর্ণতা খোঁজে হন্যে হয়ে ছুটে চলে অবিরাম।
তবে, মাঝে মাঝে চিরচেনা ব্যাপারটিও অচেনা হয়ে দাঁড়ায়,
কোন তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এই অনুভূতির
হয়তোবা একা আমারই মনে হয় এমন টা
হয়তোবা সবারই।

এই ইট-কাঠ-কাঁচের শহরে অনুভূতি ভোঁতা হয়ে যেতেও মানুষের।
সকালের সুর্য্য অনেকেরই অচেনা এখানে;
বিকেলের স্নিগ্ধতাও!
মাঝেসাঝে যখন অনুভবের শক্তি ফিরে আসে তখনও
হয়তো হাতের স্মার্টফোন দিয়ে সেলফি তুলে স্মৃতি রাখার চাপে
অনুভব করে ওঠা হয়না।
তবু আমি কেন অনুভব করি?

চেষ্টা করি উত্তর খোঁজার, চেষ্টা করে যাই। নিষ্ফল চেষ্টা।

No comments: