Tuesday, April 28, 2015

কবি

অর্থহীন সব বাক্যাবলী সুনিপুন হাতে গেঁথে
মর্মার্থ যে লুকিয়ে রাখতে পারে
সেই-ই তো প্রকৃত কবি।

গাল ভরা খোঁচা খোঁচা দাড়ি রেখে
অবিন্যস্ত চুলে নিজেকে সাজিয়ে রাখা
আর সাধারনের সামনে গম্ভীর থাকাকে
যদি বোঝাতে চাও কবিত্বের লক্ষন;
তবে, আমি বলব তোমার সবই ব্যর্থ।

আমি কবি নই, আমি কাব্যের সৈকতে
অনভ্যস্তভাবে বালুর প্রাসাদ তৈরিকারী
এক অর্বাচীন, যার সৃষ্টি কালের মহাস্রোতে
ভেসে যায়, হারিয়ে যায় চিরন্তন;
নিশ্চিতই, আমি ঘটাই না কোন অনর্থ।

মহান কবি হতে চাও তো হও কালিদাসের ন্যায়
আপন মনে গেঁথে চল শব্দমালা,
যার বিচ্ছুরনে সারা পৃথিবী মাথা নুইয়ে
স্মরন করবে তোমায় কবি বলে।
মুখে হাসি তো ফোঁটাও নিঃস্বার্থ।

No comments: