Wednesday, April 22, 2015

জ্ঞ্যাণী (বানানের ভুল ইচ্ছে করেই কৃত)

আকাশের নীলিমার দিকে তাকিয়ে বিশালত্বের শিক্ষা নিতে গিয়ে
ম্যানহোলে পড়ে ভু-ত্বকের গভীরতা মেপে আসা 
জ্ঞানীর অভিজ্ঞতা নিশ্চয় আকাশের মতই গভীর- ভুমির মতই বিশাল। 
দুরবীনে অন্তরীক্ষ প্রদক্ষিন করে ফেলা অনেকের হয়ত
নিজের গ্রহের স্বরূপই উন্মেষ করার দুর্ভাগ্য হয়নি।
তাতে কিই বা আসে যায়,
কতজনে তো ঘুরেই বেড়াচ্ছে নাক উঁচু করে রাজপথে- যারা জন্মায়ইনি।

No comments: