Wednesday, July 1, 2020

অর্ঘ্য তোমার জন্য, প্রিয়ে

তোমার বুকের মাঝে আমি উষ্ণতা খুঁজি, প্রিয়ে;
দুর্ভাগ্যের শীতলতায় আমি যাচ্ছি হারিয়ে।
আমি মিঠেহীনতার রোগী- মৃতপ্রায়;
আমি জীবন খুঁজি তোমার লালচে ঠোঁটের কোনায়। 

বাতাসে এলো চুল উড়িয়ে যখন হেটে যাও, হে দেবী;
নিতম্বে দোলার সাথে মিলে যায় আমার হৃৎস্পন্দন।
স্নান করে ঘাটে বসে, 
সাদা কাপড়ে নাও তুমি দীর্ঘশ্বাস, 
রাতে উত্থিত শিশ্নের শ্বেত-শুভ্র ক্রন্দন। 

শাড়িতে তুমি যখন সামনে আসো দেখি আধখানা চাঁদ, 
তাতে কলঙ্ক ন্যায় এক ছোট গভীর নদী।
জানি নীচেই আছে সমুদ্র।
অবগাহনে কামার্ত আমার শিবচিহ্ন, 
আমি নীলকন্ঠ হতে চাই সুখের শেষ অবদি। 

No comments: