Tuesday, July 14, 2020

সময়


অন্তহীন সময় সমুদ্রের স্রোতে
ক্লান্তিহীন দাঁড় বেয়ে ভেসে চলা। 
নিদ্রাহীন রাতগুলো যায় কেটে
একাকী তারাদের সাথে কথা বলা।

দিশাহীন যাত্রা সে বড় এক,
স্বপ্নেরা ডানা মেলে সাঁঝ বেলা। 
সূর্যের অস্ত যাওয়ার প্রহরে
জেগে ওঠে প্রাণময় দ্বীপমালা।

স্বর্গের আলো ঠিকরে পড়ে,
আঁধারের নিকষ উদর জুড়ে। 
শব্দেরা হয়ে ওঠে পবিত্র নিঃশব্দে,
বরসায় মেঘ বৃষ্টির খেলা। 


No comments: