Wednesday, September 13, 2017

ধৈর্য্য

অটল পাহাড়টাও ভুকম্পে কেঁপে ওঠে,
স্রোতহীন নদীতেও বর্ষায় স্রোত আসে,
ধৈর্য্যের সীমাও কোন একস্থানে শেষ হয়।
সীমার কাছাকাছি দাঁড়িয়ে পেছনে ফেরার প্রবল ইচ্ছেটাও
মাঝে মাঝে অসম্ভব হয়ে ওঠে, কারনে- অকারনে।
রাতগুলো ভীষন বড়- অভিশপ্ত,
গায়ে লেগে থাকা আবর্জনাও তখন অস্তিত্বের জানান দেয়।
মেরুদন্ডের লুকিয়ে থাকবার সময়সীমাও শেষ হয়ে আসে প্রায়।।
পিছুটানের স্বমেহন আর নিকোটিনের ধোঁয়া
হয়ত পিছিয়ে দেয়, কিন্তু মেটায় না।
অপেক্ষাটা ভোরের আলোর......

Thursday, August 24, 2017

আলোর অপেক্ষায়

অটল পাহাড়টাও ভুকম্পে কেঁপে ওঠে,
স্রোতহীন নদীতেও বর্ষায় স্রোত আসে,
ধৈর্য্যের সীমাও কোন একস্থানে শেষ হয়।

সীমার কাছাকাছি দাঁড়িয়ে পেছনে ফেরার প্রবল ইচ্ছেটাও
মাঝে মাঝে অসম্ভব হয়ে ওঠে, কারনে- অকারনে।

রাতগুলো ভীষন বড়- অভিশপ্ত,
গায়ে লেগে থাকা আবর্জনাও তখন অস্তিত্বের জানান দেয়।
মেরুদন্ডের লুকিয়ে থাকবার সময়সীমাও শেষ হয়ে আসে প্রায়।।
পিছুটানের স্বমেহন আর নিকোটিনের ধোঁয়া
হয়ত পিছিয়ে দেয়, কিন্তু মেটায় না।

অপেক্ষাটা ভোরের আলোর......

Monday, July 31, 2017

অন্ত

একটা অন্তের অপেক্ষায় প্রহর কেটে চলছে,
চক্রাকারে ঘুরতে ঘুরতে।
পালানো সমাধান নয়, তবে অসম লড়াইয়ে টিকে থাকাটা দুষ্কর।
প্রকৃতির নিয়মে কেটে যায় সময়
পরাজয়ের ক্ষত হয় গভীর থেকে গভীরতর।
আকাশের চাঁদের দিকে ধেয়ে যাওয়া সিগারেটের ধোঁয়া
আর বারান্দার মেঝেতে পড়ে থাকা ছাইয়ে
কিছুটা বেদনার অংশ হয়ত মিশে থাকে,
তবে, ভেতরের অঙ্গার হয়ে পড়া হৃদয়টার হাল
বাইরে থেকে বোঝা যায়না।
জন্মের মত আজন্ম পাপ টেনে নিয়ে বেড়ায়, ঊন-মানুষেরা,
হাস্ব্যোজ্জ্বল মুখোশের আড়ালে- আমাদের চারপাশে।

Saturday, July 29, 2017

ভালবাসি

ভাষা হারিয়ে ফেলি তোমার চোখের দিকে তাকালে,
অবাক হয়ে স্থির হয়ে যাই, শব্দহীন।
এ কারনে মূক ভেবোনা যেন!
চোখে চোখ রেখে উপলব্ধি কর-
শুনতে পাবে অব্যক্ত সব কথা।

হাটুজলে ডুবে যাওয়া আমি, সাগরে নামব কী করে?
সেখানে তোমার চোখের মায়া অতলান্তিকের চেয়ে গভীর,
হারিয়ে যাওয়াটা কী অস্বাভাবিক, বলো।

বলতে না পারা 'ভালবাসি' কথাটা বুঝে নিও,
সবাই সবকিছু মুখ ফুটে বলতে পারেনা।
না হয় তুমিও ওই দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিও-
অপেক্ষায় থাকাটা হয়ত ভুল হবেনা।