Monday, July 31, 2017

অন্ত

একটা অন্তের অপেক্ষায় প্রহর কেটে চলছে,
চক্রাকারে ঘুরতে ঘুরতে।
পালানো সমাধান নয়, তবে অসম লড়াইয়ে টিকে থাকাটা দুষ্কর।
প্রকৃতির নিয়মে কেটে যায় সময়
পরাজয়ের ক্ষত হয় গভীর থেকে গভীরতর।
আকাশের চাঁদের দিকে ধেয়ে যাওয়া সিগারেটের ধোঁয়া
আর বারান্দার মেঝেতে পড়ে থাকা ছাইয়ে
কিছুটা বেদনার অংশ হয়ত মিশে থাকে,
তবে, ভেতরের অঙ্গার হয়ে পড়া হৃদয়টার হাল
বাইরে থেকে বোঝা যায়না।
জন্মের মত আজন্ম পাপ টেনে নিয়ে বেড়ায়, ঊন-মানুষেরা,
হাস্ব্যোজ্জ্বল মুখোশের আড়ালে- আমাদের চারপাশে।

No comments: