Saturday, July 15, 2017

স্বাপ্নিক মেরাজ

সফেদ মেঘের মত করে
আকাশটা পরিভ্রমন করতে করতে দেখা হল ঈয়েশোর সাথে।
সুধালেন, মর্ত্যের আমি সেথায় কোন কারনে?
আমি নিশ্চুপ ছিলাম, হতবাক হয়ে।
আস্তে আস্তে দেখলাম ভিড় জমছে;
ইয়ারমিও, য়রত্রুষ্ট, আবশালোম, এজরা, নানুখেরাও উতসুক।
আমি দেখলাম তাদেরকে একবার- একদৃষ্টিতে।
মৃদুকন্ঠে জবাব দিলাম,
'একাকীত্ব'।
মৃদুগুঞ্জনে যে যে যার যার আপন পথে ফিরে গেলেন,
আমি দাঁড়িয়ে রইলাম
একা।।
দীর্ঘসময়...
আলইয়াশা এলেন একসময় মীখাএলকে নিয়ে,
তীব্র বিদ্যুচ্চমকে আমায় আহত করলেন, চিৎকার করে বললেন,
'ফিরে যাও, এলোহিম এটাই চান!'
আমি হিমভাবে ফিরে এলাম মর্ত্যে,
একা।।
শাস্তির এক অসহ্য বোঝা নিয়ে, বয়ে চলতে।
আমি বলতে সুযোগ পাইনি এলোহিম তোমার জন্য আমার ঘৃনা
তোমার ব্যাপ্তির চেয়েও বিশাল।
সব বোঁঝার চেয়ে এ অব্যক্ততাই ভারী হয়ে উঠছে দিন কে দিন।

No comments: