Saturday, July 22, 2017

বাবিল

ব্যাবিলনের পথে হেটে হেটে ক্লান্ত হওয়া উরের এক পথিক,
থমকে দাঁড়ালো বাবিল প্রাসাদ দেখে।
আকাশ ছোঁয়া সে প্রাসাদ তৈরি হচ্ছিল স্বর্গের দিকে একটু একটু বৃদ্ধি পেয়ে।
পথিকটি দাঁড়িয়ে মুচকি হাসল,
হাসতে হাসতে এক সময় তা পরিনত হল অট্টহাসিতে।
তার চারপাশে ভীড় জমে গেল, আজো যেমন জমে বিনাকারনে মজা লুটতে।
কেউ একজন জিজ্ঞাসা করলো, এভাবে হাসির কারন।
পথিকটি হাসি থামিয়ে নির্দেশ করল বাবিলের প্রাসাদের দিকে,
যা মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল সগৌরবে।
'ওটা ভেঙ্গে পড়বে'- চিৎকার করে বলল পথিকটি,
'আমি নানুক-হেম-উর জানি ওটা ভেঙ্গে পড়বে'।
চারিদিকে গুঞ্জন আরম্ভ হল-
'উরে আমরা সুখে ছিলাম, তৈরি করেছিলাম বাগান, সুশোভিত এক শহর;
নিজেদের জ্ঞানে-বুদ্ধিতে-প্রজ্ঞায়'।
'অন্তরীক্ষে বসে আছেন একজন বা অনেকে যারা চায়না মানব সুখে থাক-
তারা ধ্বংস করে দিয়েছে উর, বাবিলও ধ্বংস হবে'।
পথিকটি চলে গেলো, চোখের আড়াল হয়ে গেলো।
কিছুদিন পর বাবিলের প্রাসাদ ধ্বংস হয়ে গ্যালো,
মানুষ প্রাণভয়ে পালাতে পালাতে ফিরে তাকিয়ে দেখলো
তাদের প্রজ্ঞার সৃষ্টি কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।
বিশাল অন্তরীক্ষের কোন এক জায়গায় এক অজানা শক্তি তখন মুচকি হাসছিলো।
সেও বিশ্বাস করেনা তার ধ্বংস আছে!

No comments: