Wednesday, June 12, 2013

বন্ধুত্বের অনুপাত


মেঘে ঢাকা আকাশ,
গম্ভীর স্বরে মাঝে মাঝে গর্জে ওঠে মেঘ।
ভেজা কালো পীচ ঢালা রাস্তায় পাশাপাশি হাঁটছি তুমি আর আমি।
মাঝে মাঝে মেঘের গর্জনে ভয় পাচ্ছ তুমি।
মুঠোর মাঝে শক্ত করে ধরে রেখেছ আমার হাত।

ঝিরি ঝিরি বৃষ্টি,
তার মাঝে ভিজে ভিজে চলছি আমরা।
ভাবছি মনে মনে, সারাজীবন যদি কাটাতে পারতাম এভাবে,
সারাজীবন যদি পাশে থাকতে তুমি!
ভাঙল স্বপ্ন, প্রেমের চেয়ে যে বড় বন্ধুত্বের অনুপাত।

No comments: