Saturday, June 22, 2013

আমার দুঃখ ভোলানো বন্ধুর তরে

সব খারাপের একটা ভাল দিক থাকে।
সেই ভালটা থাকে লুকিয়ে...
তাই হয়তো চোখে পড়েনা কারো সেভাবে...

তবে আমার তো  অনুসন্ধিৎসু মন,
জানি সমাজ আমায়  খারাপ বলবে- উত্তর তো দিতে হবে সমাজকে।
তাই গ্লাসের তলায় খুঁজে বের করলাম সুখ।
বোঝালাম মনটা সহ সবাইকে
দুঃখ চলে যায়, প্রশান্ত হয় মন
এই বন্ধুর প্রবল প্রভাবে।

কিন্তু এখানেই কি শেষ?
না, শেষ এখানেই নয়। এতো কেবল শুরু।
দুঃখ তো ফিরে ফিরে আসবে আমার সামনে।
বারে বার সে আমাএ মনে করিয়ে দেবে তার
দেওয়া কষ্টের কথা...
পারবনা তো সইতে, ফিরে ফিরে যাব তার কাছে,
যে হয়েছে আমার নতুন বন্ধু
পবিত্র ধুম্রের পর, আমার দুঃখ ভোলাতে।
বাচিয়ে রাখতে আমায়, যখন মরি প্রায় তার অভাবে।


No comments: