Tuesday, December 2, 2014

অপলা

অপলা,
দৃষ্টিসীমানা জুড়ে
তোমার দেহপল্লব, শ্রাবনের মেঘের মত কেশরাজি,
তোমার অনন্তযৌবনা মায়াবী চোখ আর তার রহস্যময়তা।
অজানা এক শিহরন জাগে তোমার হাসিতে।
প্রতিটা রোমকূপ আমায় জানান দেয় তুমি হাসছ!

অপলা,
মায়াবী ঘাতিকা আমার!
একবার তোমার উর্বরা শস্যক্ষেত্রে
আমায় প্রবেশ তো করতে দাও। আমি কৃষক হব...

No comments: