Wednesday, December 24, 2014

বাংলাদেশ

সোনালি ফসল দিগন্তজুড়ে,
সুর্যের আলোয় ঝিকিমিকি করা সবুজ ঘাসের উপরে শিশিরবিন্দু।
সকালের মৃদুমন্দ হাওয়ায় নাড়িয়ে নিয়ে যাওয়া কিশোরীর চুল।
ট্রাক্টরে চেপে বীর হেক্টরের মত জমির দিকে এগিয়ে যাওয়া
বুক চিতিয়ে থাকা খর্বকায় কৃষাণ।
যদি দেখতে হয় এমন দৃশ্য তবে একটা মাত্র দেশ 
বা একটি মাত্র ভুখন্ডই আছে এই বিশ্বে।
সেটা সোনার বাংলা, আমাদের বাংলাদেশ।

দুপুরের কাঠফাটা রোঁদে,
ছোট গাছটার নিচে জিরিয়ে নিচ্ছে ছোট ডেভিডের মত দেবশিশু।
এলোচুল ভাসিয়ে পুকুরে জলকেলি করছে কিশোরী-যুবতী।
শ্রান্ত দেহে ঘর্মাক্ত বীর ফিরছে আপন নিবাসে
হাতে জীবন যুদ্ধের অস্ত্র কোদাল বা কাস্তেটা নিয়ে।
যদি দেখতে হয় এমন দৃশ্য তবে একটা মাত্র দেশ 
বা একটি মাত্র ভুখন্ডই আছে এই বিশ্বে।
সেটা সোনার বাংলা, আমাদের বাংলাদেশ।

সাঁঝের রক্তিম আকাশে
যখন সুর্য ডোবে ওই ফসলের মাঠের কোলে,
পল্লীবধুরা তাড়িয়ে নিয়ে যায় নিজেদের গৃহপালিতগুলোকে,
হাল্কা বাতাস নাড়িয়ে দিয়ে যায় তাদের আঁচল।
লাজে বা উত্তেজনায়ই হয়ত কাঁপে।
যদি দেখতে হয় এমন দৃশ্য তবে একটা মাত্র দেশ 
বা একটি মাত্র ভুখন্ডই আছে এই বিশ্বে।
সেটা সোনার বাংলা, আমাদের বাংলাদেশ।

No comments: