Tuesday, December 23, 2014

আলোর পথযাত্রী

আঁধারের মাঝে খুঁজে চলেছি একটু আলোর দিশা,
ত্রস্ত পায়ে ব্যস্ত আমি হোঁচট খাচ্ছি বারেবার।
ঝিঁঝিঁ পোকারা আলতো আলোয় করছে ব্যর্থ চেষ্টা 
দেখাতে পথ, যে পথের শেষে অগ্নিকুন্ড
বিলোচ্ছে আলো- কাটাচ্ছে তমসা আঁধার।

এ পথে কাঁটা বেছানো অসংখ্য, বিষাক্ত সব।
নাঙ্গা পদযুগলে অজস্র আঘাত, রক্তাক্ত দেহ- হৃদয়।
তবু ছুটে চলেছি আলোর পানে সব করে তুচ্ছজ্ঞান,
হেয়ালির চুড়ান্তে সব অবজ্ঞা করে চলেছি আমি এগিয়ে
অন্তহীন এ যাত্রায়, হতে উদ্ভাসিত জ্যোতির্ময়।

No comments: