Saturday, May 30, 2020

যুদ্ধ


প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় 
বেঁচে থাকবার প্রয়োজনে। 
একের পর এক স্তর আসতে থাকে মৃত্যু অবধি।
প্রতিটা স্তরে নতুন নতুন প্রতিদ্বন্দিতার আহ্‌বান,
কখনো দূরের শত্রু থেকে,
কখনো পাশের শত্রু থেকে,
কখনো আবার নিজের শত্রু নিজেই!

নিজেকে বদলে ফেলাটা সময়ের প্রয়োজন,
তাতে কৃত্রিম 'আমি'র খোলনলচে বদলে যায় বটে!
তবে, মূলটা অপরিবর্তনীয়- পরিমার্জন অযোগ্য। 

বস্তুত, বিষয়টা বিবর্তনবাদের একটা সীমিত উদাহরণ।
'আমি' বিবর্তিত হই প্রতিনিয়ত
মেরুদন্ডী বা অমেরুদন্ডী রুপে;
কখনো মুঠো শক্তভাবে ধরে রাখি
কখনো ডানা মুক্ত করে ছেড়ে দিই। 

বেঁচে থাকবার প্রয়োজনে,
টিকে থাকবার প্রয়োজনে,
বাঁচিয়ে রাখবার প্রয়োজনে। 

No comments: