Thursday, May 7, 2020

নীড়


সন্ধ্যার ঝড়ে আটকে পড়া পরিযায়ী সব
ফিরতে চায় আপন নীড়ে।
পথে এলোমেলো বাতাসে হারিয়ে যায় দিকের দিশা,
পশ্চিমে ডুবতে থাকা সুর্যের রশ্মিও লুকায় মুখ
মেঘের আড়ালে। 
তীব্র বাতাসে ভেসে বেড়ায় ধুলার সাম্রাজ্য, 
আলোড়ন তোলে মধ্য আকাশে।

রাস্তার পাশে শুয়ে থাকা পঙ্গু মানবটি 
অশ্রাব্য গালি দিয়ে খুঁজে ফেরে নিরাপদ আশ্রয়।
কোটি টাকার দালানের নীচে একই সাথে আশ্রয় নেয়
ক্ষুধার্ত সারমেয় আর স্বর্গের দাবীদার।

লাঠি হাতে ঘৃনাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে উর্দিপড়া দাসেরা আর
বারান্দায় কফির মগ হাতে দাঁড়িয়ে কষ্ট আর বৃষ্টির রোমান্টিসিজম 
তারিয়ে উপভোগ করে দুঃখবিলাসী তরুনী। 
নরকের জ্বালানীরা উষ্ণতা খোঁজে সবচেয়ে নিকটবর্তী রমনী 
বা গেলমানের শরীরে। 
ভল্টের মালিকেরা বারান্দায় দাঁড়িয়ে উঁকি মেরে খোঁজে
নতুন উছিলা, হাত পাততে হবে যে আবার! 

তীব্র বাতাসে পথ হারানো পরিযায়ী অপেক্ষা করে
ঝড় শেষের, আবার খুঁজে পেতে পথ। 
দিনশেষে সব মূল্যহীন 
নীড়ে না ফিরলে। 

No comments: